এনএফ ম্যানেজমেন্ট কোং লিমিটেড ফেনী শাখার শুভ উদ্বোধন শুক্রবার বিকালে
এসএসকে রোডস্থ ফেনী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন এএনএফ এর ব্যবস্থাপনা পরিচালক সামছুল হুদা। ফেনী শাখা
পরিচালক সীমান্ত কায়সার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী চেম্বার অব
কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজ এর সিনিয়র পরিচালক সাইফুর রহমান, বিসিক শিল্প
মালিক সমিতির সভাপতি ড.বেলাল উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি বলেন, এএনএফ ম্যানেজমেন্ট কোঃ লিমিটেড শেয়ার ব্যবসায় এক অনন্য
নাম। যার সেবা সমূহ- বিও একাউন্ট খোলা এবং রক্ষণাবেক্ষণ, ডিএসই এর মাধ্যমে
প্রাইমারী এবং সেকন্ডারী শেয়ার লেনদেন, গ্রাহক সুবিধার্থে মার্জিন
ফ্যাসিলিটির ব্যবস্থা করা, নতুন বিনিয়োগকারীদের জন্য শিক্ষামূলক কর্মসূচী,
ফুল ডিপোজিটরী সার্ভিস, সিডিবিএল সম্পর্কিত সকল প্রকার সুবিধা, গ্রাহক
সুবিধার্থে শেয়ার বাজারের সর্বশেষ তথ্য প্রদান। দ্রুত, নির্ভরযোগ্য এবং
বন্ধুত্বপূর্ণ গ্রাহকসেবা, সুদ এবং অভিজ্ঞ ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা
করা হবে।