পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার দপুরে ফেনী শহরের কোর্ট বিল্ডিংস্থ
আইনজীবী ভবনের দোতলায় প্রকাশ্যে ১ ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত করেছে
সন্ত্রাসীরা । আশংকাজনক অবস্থায় তাদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার সকাল ৯ টায় শহরের বারাহীপুর এলাকার শীর্ষ
সন্ত্রাসী নুর আলম ওরফে আলম বাঁশীঁর নেতৃত্বে সন্ত্রাসী রুহুল আমিন, আবদুল
মালেক, মিলন. লিটন, সজন, সোহাগ ও রুবেল পূর্ব শত্রুতার জের ধরে কামাল
উদ্দিনকে (৩২) তার বাড়ির পাশে পিটিয়ে আহত করে।
এঘটনায় তার ভাই মোঃ মোস্তফা আদালতে মামলা করতে গেলে প্রায় অর্ধশতাধিক
আইনজীবীর সামনে উক্ত সন্ত্রাসীরা চোরা দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে।
এ ব্যাপারে আহতের ছোট ভাই ফেনী থানায় মামলা দায়ের করলেও পুলিশের এসআই সিরাজ
আসামী গ্রেফতার করছে না বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন।