ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে ওয়াহিদের নেছা (৫০)
অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ছাগলনাইয়া উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২৪ আগস্ট ওয়াহিদের নেছার ছেলে স্থানীয় বাজার
থেকে দুই কেজি গরুর মাংস কিনে আনেন। ওই মাংস খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে
পড়েন। কয়েক দিন পর তাঁর ডান পায়ে ক্ষত দেখা দিলে প্রথমে গ্রাম্য চিকিৎসক
এবং পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি জানাজানি
হলে গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওই বাড়িতে যান। প্রাথমিক পরীক্ষার পর
ওয়াহিদের নেছা অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে তাঁরা নিশ্চিত করেন।