যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মামলায় আটক জামায়াতে নায়েবে আমির মাওলানা দেলোয়ার
হোসেন সাঈদীর লাইলাতুল কদর রাত্রীর উপর তাৎপর্যপূর্ণ ওয়াজ মোবাইল ফোনের
মাধ্যমে মসজিদের মাইকে প্রচার করার সময় দু’জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে
ছাগলনাইয়া থানা পুলিশ। সোমবার সকালে দক্ষিণ যশপুর মজুমদার পাড়া জামে
মসজিদের ভেতর ইতেকাপ করা অবস্থায় জামায়াত কর্মী সিরাজ (৩৫) এবং শিবির কর্মী
আবদুল্লাহ আল মামুনকে (২৭) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। সিরাজ দনি
যশপুর গ্রামের রমিজ উদ্দিন খোন্দকারের পুত্র ও মির্জার বাজার ইসলামিয়া
দাখিল মাদ্রাসার দফতরি এবং আবদুল্লাহ আল মামুন একই গ্রামের সিরাজুল হক
ফরাজীর পুত্র ও স্থানীয় দারুল উলুম এবতেদায়ী মাদ্রাসার সহকারি শিক্ষক।
থানার সেকেন্ড অফিসার সালাউদ্দিন মিয়া জানান, মসজিদে মাওলানা সাঈদীর ওয়াজ বাজানোর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আবু বক্কর জানান, জামায়াত শিবির কর্মীরা মসজিদে ইতেকাপে থাকা অবস্থায় সাঈদীর ওয়াজ বাজানো কিসের ইঙ্গিত- তা বুঝা একদম সহজ । আটককৃতরা জানান, লাইলাতুল কদর রাত এবং মা বোনদের নিয়ে বয়ান করা মাওলানা সাঈদীর ক্যাসেট এমনিতে আমরা মাইকে প্রচার করছিলাম। অন্য কোন উদ্দেশ্য ছিল না।