ঈদকে সামনে রেখে ফেনীতে প্রতারক চক্র বিভিন্ন ভাবে সক্রিয় হয়ে উঠেছে । ফেনী
শহরের নাজির রোডের এক বাসায় শুক্রবার সন্ধায় এক ভিডিও ক্যামেরা ম্যান
রাজিবকে কাজের আর্ডার দেয়ার নাম করে বাসায় ঢেকে নিয়ে আটক করে তার কাছ থেকে
স্বর্নের চেইন, টাকা,মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ৫০ হাজার টাকা চাদা দাবী করে ।
এ
সমায় কৌশলে রাজিব বাসা থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে তার দোকানে চলে আসে ।
বিষয়টি রাজিব আসপাশের দোকানীসহ ফেনী মডেল থানায় বিষয়টি জানালে পুলিশ
ঘঠনাস্থলে গিয়ে বাসার গৃহীনীকে আটক করে থানায় নিয়ে আসে । এ সমায় মূল প্রতারক
অমির পালিয়ে যায় ।
এলাকা বাসী জানায়, প্রতারক চক্র কিছু দিন পূর্বে এই
বাসাটি ভাড়া নেয়। বাসায় প্রতিদিন কাউকে না কাউকে এনে আটক করে ছিনতাই ও
চাদা আদায় করে আসছে ।