ছাগলনাইয়ায় ১১ বস্তা ভারতীয় শাড়ী উদ্ধার ছাগলনাইয়ায় ১১ বস্তা ভারতীয় শাড়ী উদ্ধার
ছাগলনাইয়ার মধুগ্রাম হাফিজিয়া মাদ্রাসা এলাকা থেকে বৃহস্পতিবার ভোর রাতে
অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করেছে
বিডিআর। মধুগ্রাম বিডিআর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল করিম
জানান, ব্যাটেলিয়ন থেকে পাওয়া খবরের সূত্র ধরে মধুগ্রাম বিডিআর ক্যাম্পের
জওয়ানরা হাফিজিয়া মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ঝোঁপঝাঁপ থেকে
লুকানো অবস্থায় ১১ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করা
যায়নি।
Labels:
অপরাধ / অনিয়ম / দুর্নীতি,
সব সংবাদ