পরশুরামের প্রথম ব্যারিস্টার মাসুম উর রহমান
বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি
জেনারেল, ফেনীর পরশুরামের অলকা গ্রামের মফিজুর রহমান মজুমদারের ছেলে মো.
মাসুম উর রহমান মজুমদার তাসফিন ইংল্যান্ডের লিংকন্স ইউনিভার্সিটি থেকে গত
২২ জুলাই ব্যারিস্টার এট ল’ সনদ লাভ করেছেন। এর আগে তিনি লন্ডন থেকে এলএলবি
(অনার্স) এবং এলএল-এম (ফার্স্ট ক্লাস) ডিগ্রি অর্জন করেন। তাসফিন পরশুরাম
উপজেলায় ব্যারিস্টার এট ল’ ডিগ্রি লাভকারী প্রথম ব্যক্তি।
Labels:
আলোকিত ফেনী,
সব সংবাদ