ছাগলনাইয়ায় বিডিআরের হাতে ট্রাক ভর্তি ভারতীয় শাড়ী আটক
ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়কের করৈয়া হাজারী পুকুর স্ট্যান্ড থেকে রোববার ভোরে ভারতীয় শাড়ী ভর্তি ট্রাক আটক করেছে বিডিআর। ছাগলনাইয়া মধুগ্রাম ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আবদুল করিম জানান, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সেনথিটিক শাড়ী ও থ্রীপিচ ভর্তি ট্রাক ভোর পাঁচটার দিকে ছাগলনাইয়া শহর থেকে ছেড়ে মুহুরীগঞ্জ সড়ক হয়ে চট্টগ্রামের দিকে যাত্রা করছিল। গোপন সংবাদে খবর পেয়ে বিডিআরের অপারেশন টিম হাজারী পুকুর স্ট্যান্ডে বিডিআরের পিকআপ ভ্যান দিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় রাস্তায় ব্যারিকেড দেখে দূর থেকে গাড়ি থামিয়ে চোরাকারবারী ও চালক হেলফার গাড়ি রেখে পালিয়ে যায়। জব্দকৃত ২৭ বস্তা শাড়ীর মূল্য আনুমানিক ৮০ লাখ টাকা হবে বলে বিডিআর সাংবাদিকদের ধারণা দিয়েছেন। শাড়ি ভর্তি ট্রাকটি বিডিআরের ফেনী জয়লস্কর ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে। এদিকে শনিবার রাতে মটুয়া ও ছয়ঘরিয়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১১৫ বোতল ভারতীয় হুইস্কি আটক করেছে বিডিআর।
Labels:
অপরাধ / অনিয়ম / দুর্নীতি,
সব সংবাদ