পরশুরামের সৌরভের জন্য প্রয়োজন মাত্র ৬০ হাজার টাকা
ফেনীর পরশুরাম উপজেলার চম্পকনগর গ্রামের ফিরোজা বেগমের একমাত্র ছেলে সৌরভ হোসেন (১৬) পাঁচ বছর ধরে ব্লাড ক্যানসারে (লিউকোমিয়া) আক্রান্ত। সামান্য সহায়সম্বল বিক্রি ও জমানো টাকা এবং সংবাদপত্রের পাঠক, টেলিভিশনের দর্শক, সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের সহায়তায় এত দিন সৌরভের চিকিৎসা চলেছে। খরচ হয়েছে প্রায় সাত লাখ টাকা। সৌরভের মামা মো. নূর কাইয়ুম জানান, ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক এম এ মান্নান জানিয়েছেন, সৌরভ এখন অনেকটা সুস্থ। পুরোপুরি সুস্থ করতে আরও এক বছর মেইনটেন্যান্স থেরাপি দিতে হবে। এ জন্য প্রয়োজন অন্তত ৬০ হাজার টাকা। সৌরভের মা ও মামা আজ নিঃস্ব। এখনো তাঁদের একমাত্র ভরসা দেশের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহযোগিতা। আমরা সবাই আরও একবার এগিয়ে এলে পুরোপুরি সুস্থ হতে পারে সৌরভ। সাহায্য পাঠানোর ঠিকানা: মিসেস ফিরোজা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৬৩৭৩, সোনালী ব্যাংক, পরশুরাম শাখা, ফেনী।
Labels:
সব সংবাদ