সাত মাসে ফেনী সীমান্তে সাড়ে ৬ কোটি টাকার মাদক আটক

ফেনী শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত ভারত সীমান্ত এখন ভারতীয় মাদকদ্রব্য চোরাচালানের প্রধান রুটে পরিণত হয়েছে। গত ৭ মাসে এ রুট থেকে বিডিআর প্রায় সাড়ে ৬ কোটি টাকার মাদক আটক করে। স্থানীয়দের ভাষ্য, পাচার হয়েছে কয়েক গুণ বেশি। বিডিআর স্বীকার করেছে, ফেনী শহরের গা-ঘেঁষে অবস্থিত ভারত সীমান্ত। সীমান্তে বরইয়া, ধর্মপুর, পেচিয়াবাড়ি ও আনন্দপুর এলাকা দিয়ে অস্বাভাবিকভাবে মাদকদ্রব্য চোরাচালান বৃদ্ধি পেয়েছে। স্থানীয় লোকজন জানায়, ফেনী সীমান্তের উল্লেখিত সীমান্ত এলাকা থেকে সরাসরিভাবে মাদকদ্রব্য বিভিন্ন জেলা ও মাদক বিক্রয় কেন্দ্রগুলোতে চলে যায়।