মালোয়েশিয়া গমনেইচ্ছুক ফেনীর ৪৪ টি ইউনিয়নে প্রথম দিনে আড়াই হাজার নিবন্ধন

(২০ জানুয়ারি ২০১৩) সরকারী ভাবে মালোয়েশিয়া গমনেইচ্ছুকদের তথ্য সংগ্রহের কাজ ফেনীর ৪৪ টি ইউনিয়নে শনিবার সকাল থেকে একযোগে শুরু হয়েছে। প্রথম দিনে ফেনীতে আড়াই হাজার লোকের নিবন্ধন করা হয়েছে। ১৯ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত এ নিবন্ধন কার্যক্রম চলবে। জেলা প্রশাসকের তথ্য শাখা সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে জেলার ৬টি উপজেলার ৪৪ টি ইউনিয়নে একযোগে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। সকাল থেকে মালোয়েশিয়া গমনেইচ্ছুকরা লাইনে দাড়িয়ে নিবন্ধনের জন্য অপেক্ষা করলেও সার্বারের ও কারিগরি ত্রুতির কারনে বিভিন্ন ইউনিয়নে বেলা ১২টার পর কাজ শুরু হয়। সকালে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন, দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন ও সোনাগাজীর বেশ কয়েকটি ইউনিয়নে তথ্য সংগ্রহ কেন্দ্রে আগত লোকজন নিবন্ধন করার জন্য লাইনে দাড়ালেও সার্বারের সমস্যার কারনে তথ্য সংগ্রহ শুরু করতে পারেনি কর্মকর্তারা। পরে কেন্দ্রের সাথে যোগাযোগ করে সার্বার ঠিক করে নিবন্ধন কার্যক্রম শুরু করে। জেলার ৪৪ টি ইউনিয়নে প্রথম দিনে আড়াই হাজার ব্যাক্তি মালোয়েশিয়া যাওয়ার জন্য নিবন্ধন করছে। ফেনীর সহকারী কমিশনার (আইসিটি) তন্ময় ইসলাম জানান, প্রথম দিন কারিগরি ত্রæটির কারনে কিছুটা সমস্যা হলেও পরের দিন গুলোতে আর কোন সমস্যা হবে না।

-->