(২০ ডিসেম্বর ২০১২) ইসলামী সমমনা ১২দলের ডাকা হরতাল ফেনীতে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে পিকেটারা কয়েকটি গাড়ীর গ্লাস ভাংচুর করলেও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। হরতালে সারাদিনে হরতালকারীদের কাউকে মাঠে দেখা যায়নি। হরতাল কারণে সকাল থেকে শহরের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। শহরে তিন চাকার যানবাহন রিক্সা, সিএনজি, টমটম চললেও ভারী যানবাহন চলাচল করেনি। যানবাহন না চলায় জেলার সাথে সকল উপজেলার যোগাযোগ বন্ধ ছিল। হরতাল চলাকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যাত্রীবাহী পরিবহন চলাচল না করলেও কিছু কিছু ট্রাক ও কাভারভ্যান চলাচল করতে দেখা গেছে। শহরের বড় বড় মার্কেট গুলো খোলা না হলেও অনেক দোকান পাট খোলা ছিল। শহরের বিভিন্ন পয়েন্টে র্যাব ও পুলিশ টহল ছিল লক্ষণীয়। তবে জেলার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। হরতালের বিপক্ষে সরকার দলীয় কোন কর্মসূচী লক্ষ করা যায়নি।
-->