ফেনীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদসহ কথিত মাদক সম্রাট গ্রেফতার।

(৯ নভেম্বর ২০১২) ফেনীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদসহ কথিত মাদক সম্রাট আনোয়ার হোসেন মানিককে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার রাতে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় মানিককে তার কনফেকশনারী দোকান থেকে আটক করে র‌্যাব। পরে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি দল মানিকের দেখানো গোডাউনে তল্লাসী চালায়। সেখান থেকে বিদেশী ৬,শ ৭০ ক্যান বিয়ার এবং ৩’শ বোতল বিভিন্ন ব্রান্ডের প্রায় দশ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়। র‌্যাব-৭,ফেনীর কোম্পানী অধিনায়ক রাশেদুল হাসান প্রিন্স জানান,আটক মানিক ফেনীর চিহ্নিত বড় অবৈধ মাদক ব্যবসায়ী ।



-->