ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ফোরলেন প্রকল্পে দশ প্যাকেজে ৭৩ কিলোমিটার কাজ আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান হবে।

(০৭ নভেম্বর ২০১২) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ফোরলেন প্রকল্পে দশ প্যাকেজে ৭৩ কিলোমিটার কাজ আগামী ছয় মাসের মধ্যে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। আজ (০৭ নভেম্বর) বুধবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ফেনীর ধুমঘাট ব্রীজ এলাকায় ফোর লেন প্রকল্পের কাজ পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, সড়কের দু’পাশে মসজিদ কবরস্থান, মাজার, স্কুল, কলেজসহ, বিভিন্ন স্থাপনা থাকায় উন্নয়ন কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। এর পরও ২০১৩ সালের মধ্যে ফোর লেনের কাজ সম্পন্ন করতে সরকার সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুপুরে মন্ত্রী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে ১৬২ কোটি টাকা ব্যায়ে প্রস্তাবিত মহিপাল ফ্লাই ওভারের নকশা চিহ্নিত জায়গা পরিদর্শন করেন। তিনি ফোরলেন প্রকল্পের সাথে এ ফ্লাই ওভারের কাজও যুক্ত করা হচ্ছে জানিয়ে আরো বলেন, সরকারের বাকি মেয়াদে ফ্লাই ওভারের কাজ শুরু করার আশাবাদও ব্যক্ত করেন মন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ফোরলেন প্রকল্পের প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, সওজ কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম, ফেনী জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির খোন্দকার, পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা চেয়াম্যান জেড এম কামরুল আনাম, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী প্রমুখ সহ প্রশাসন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-->