ফেনীতে অপহরণ এর ২ মাস ১৬ দিন পর মাটির নিচে পুঁতে রাখা অর্ধ গলিত লাশ বস্তা থেকে উদ্ধার ।

(২৩ নভেম্বর ২০১২) খুনির দেয়া তথ্যানুযায়ী ২ মাস ১৬ দিন পর ফেনী লেমুয়ার দক্ষিণ চাঁদপুর এলাকার মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে ফেনীর উকিলপাড়ার অপহৃত ব্যবসায়ী সাইফূল ইসলামের (৩২) অর্ধ গলিত লাশ। বৃহস্পতিবার বিকেলে ফেনী মডেল থানার পুলিশ এ উদ্ধার অভিযান চালায়।
ফেনীর পুলিশ সুপার পুলিশ পরিতোষ ঘোস জানান, গোপন সংবাদের ভিত
্তিতে বুধবার রাতে ফেনীর লেমুয়ার দক্ষিন চাঁদপুরের হরেন্দ্র কুমার নাথের ছেলে বিমল চন্দ্র নাথকে পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বৃহস্পতিবার বিকালে বিমল পুলিশের কাছে সাইফুলকে অপহরনের পর হত্যার কথা স্বীকার করেন। বিমল জানান আকবরের কথামত এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। হত্যাকান্ডের সাথে আকবরও সরাসরি জড়িত ছিল। পুলিশ জানায়, আকবর অপর একটি মামলায় ফেনী কারাগারে আটক রয়েছে। সাইফুল অপহরণ মামলার প্রধান আসামী লেমুয়ার আকবরের মোবাইল ফোন কলের তালিকা থেকে তার পাশের বাড়ির বিমল চন্দ্র নাথকে গ্রেফতার করা হয় বুধবার রাতে। তার তথ্য অনুযায়ী তারই ঘরের পিছনে মাটির নিচে পুঁতে রাখা একটি বস্তা থেকে উদ্ধার করা হয় অর্ধ গলিত লাশ এবং সাইফুরের পরনের জামা কাপর। খবর পেয়ে সেখানে ছুটে আসেন সাইফুরের পরিবার উদ্ধার সামগ্রী দেখে নিহতের পরিবার অপহৃত সাইফুল ইসলামকে সনাক্ত করে। গত ৬ সেপ্টেম্বর দুপুরে পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে ফেনী শহরের উকিলপাড়ার সাইফুলকে তারই ব্যবসার সহয়োগী আকবর নিজ বাড়িতে ডেকে নেয়। স্বামীর খোঁজ না পেয়ে তার স্ত্রী নূর নাহার বাদী হয়ে আকবরসহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। ফেনীর জেলা পুলিশ সুপার বলেন এ ঘটনার মুল আসামী লেমুয়ার পোলট্রি ব্যবসায়ী আকবর অপর একটি মামলায় ফেনী কারাগারে আটক রয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত বাকীদের ধরতে পুলিশের অভিযান চলছে।



-->