(২২ নভেম্বর ২০১২) দীর্ঘ ৯০ বছর পর অবশেষে ফেনীবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ঐতিহ্যবাহী ফেনী সরকারী কলেজে ৪ টি বিষয়ে মাষ্টার্স ও নতুন ৪ টি বিষয়ে অনার্স চালু চালু করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রশাসনিক বিভিন্ন জটিলতার কারনে প্রায় এক শতাব্দিতে মাস্টার্স কোর্স চালু না হওয়ায় ফেনীর ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহন করতে কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে পড়াশোনা করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শিক্ষক সংযোগ করে পুনরায় আবেদনের নির্দেশ দেন। তাই পরবর্তী আবেদন জমা দেয়া হয়েছে। এর ফলে শীঘ্রই ফেনী সরকারী কলেজে ৪ টি বিষয়ে বাংলা, গনিত, অর্থনীতি ও হিসাব বিজ্ঞান বিভাগে মাষ্টার্স কোর্স চালুর বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। এছাড়া নতুন ৪ টি বিষয়ে অনার্স কোর্সে ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। কলেজ সূত্র জানায়, ফেনী কলেজে প্রতিষ্ঠার পর থেকে অধ্যবধি ১১টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। নতুন বিষয় গুলো হচ্ছে, ইতিহাস, দর্শন, পদার্থ, উদ্ভিদ বিদ্যা। কলেজের শিক্ষক সংকট ও সৃষ্ট পদ সংখ্যা কম হওয়ায় ব্যবস্থাপনা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম বিভাগে মাষ্টার্স কোর্স চালু করতে আবেদন করা যাচ্ছে না। আবেদনের প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে বলে আশ্বাস প্রদান করেছেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য জানান, শীঘ্রই নতুন ৪ টি বিষয়ে অনার্স ও ৪ টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হচ্ছে।
-->