(১২ নভেম্বর ২০১২) ফেনীর সোনাগাজীতে এনসিসি ব্যাংক কর্মচারী আবদুস সাত্তারকে অজ্ঞাত দুস্কৃতিকারীরা অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেছে। তাকে পুলিশ গতকাল (১১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী শহরতলীর মোহাম্মদ আলী সংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে ১১ ঘন্টা পর উদ্ধার করেছে। এ ঘটনায় অপহৃতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দিয়েছেন। পুলিশ ও অভিযোগকারী সূত্র জানায়, কে বা কারা (১০ নভেম্বর) শনিবার সকালে মোবাইল ফোনে আবদুস সাত্তারকে শহরের ট্রাংক রোড আসতে বলে। এখানে আসলে দুপুর ১২টার দিকে তাকে মাইক্রোবাসে জোরপূর্বক ফেনী শহরতলীর মোহাম্মদ আলী সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় নিয়ে যায়। সেখানে সাত্তারকে আটকে রেখে তার মোবাইল ফোন থেকে স্ত্রীর ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। অপহৃত আবদুস সাত্তার পৌর বিএনপির প্রচার সম্পাদক বলে দলীয় সূত্র দাবী করেছে। সোনাগাজী মডেল থানার ওসি নবীর হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা তাকে চোখ-মুখ বাধা অবস্থায় মোহাম্মদ আলী এলাকায় রেখে পালিয়ে যায়।
-->