ফেনীতে ব্যাপক লোডশেডিং অতিষ্ঠ গ্রাহক

(১১ সেপ্টেম্বর ১০১২) গত ৩/৪ দিন উপর্যপুরি লোড শেডিং-এ নাকাল ফেনীবাসী। চাহিদার ৩ ভাগের এক অংশও ফেনীতে দেয়া হচ্ছে না। লোড মেনেজমেন্ট করে পিডিবি ও পল্লী বিদ্যুৎ সমিতিকে বিদ্যুৎ দিতে হচ্ছে। এতে বিদ্যুৎ না পাওয়ায় কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায় ফেনীতে মোট ৮৫ মেঘাওয়াট বিদ্যুৎতের চাহিদা রয়েছে। কিন্তু কুমিল্লা বিদ্যুৎ মেনেজমেন্ট দপ্তর থেকে সোমবার সন্ধ্যা থেকে মাত্র ৩৪ মেঘাওয়াট বিদ্যুৎ দেয়া হয়। ফলে পিক আওয়ারে এই জনপদের ৩ভাগের ২ অংশই অন্ধকারে নিমজ্জিত।
জানা যায়, ৮৫ মেঘাওয়াট বিদ্যুৎতের মধ্যে পিক আওয়ারে পল্লী বিদ্যুৎতের চাহিদা ৫৩ মেঘাওয়াট। দিনের বেলায় সর্বোচ্চ ৩২ মেঘাওয়াট পর্যন্ত সরবরাহ করা হয়। অপরদিকে প্রায় ৩৫ মেঘাওয়াট পিডিবির চাহিদা রয়েছে। তথ্যসূত্রে জানা যায় সোমবার ৬টার দিকে ফেনীতে মাত্র ৩৪ মেঘাওয়াট বিদ্যুৎ দেয়া হয়। এর মধ্যে পল্লী বিদ্যুৎ ১৭ মেঘাওয়াট ও পিডিবি ১৭ মেঘাওয়াট ব্যবহার করেন। এই সামান্য বিদ্যুৎ পাওয়ার ফলে জেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ সরবরাহ করা পিডিবি ও পল্লী বিদ্যুৎতের পক্ষে সম্ভব হয়নি। ফেনী শহরে সন্ধ্যা থেকে অর্ধেক এলাকায় লোডশেডিং করা হচ্ছে। এতে শহরে অবস্থিত কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মারাত্মক বিঘœ ঘটছে। একজন কারখানার মালিক নাম প্রকাশ না করে জানান এভাবে লোডশেডিং শুরু হলে তাদের পক্ষে ব্যবসা চালানো অসম্ভব হয়ে দাড়াবে।

-->