(১৮ জুলাই ২০১২) ফেনীতে একাধিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মাছে ও ফলে ফরমালিন মিশানোর অপরাধে মাছের ও ফলে প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ফরমালিন যুক্ত বিপুল পরিমান মাছ ও ফল ধংস করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহযোগীতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্রগ্রাম বিভাগীয় কর্মকর্তা যোবায়ের আহম্মদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহেরর মুক্ত বাজারে মাছের আদালতে অভিযান চালায়। এসময় ৪টি মাছের পাইকারী আড়তকে মাচে ফরমালিন মেশানোর দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করে ৩ মণ বিষাক্ত ফরমালিন যুক্ত ভারতীয় রুই মাছ আটক করে। পরে শহরের ট্রাংক রোডের একটি ফলের দোকানে অভিযান চালীয়ে ফরমালিন যুক্ত এক মণ আপেল ও মাল্ট্রা আটক করে এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিকেলে আটক মাছ ও ফল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আগুন দিয়ে ধংস করা হয়।