স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্রগ্রাম বিভাগীয় অঞ্চলের চুড়ানত্ম খেলা অনুষ্ঠিত। ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ।

(০৫ এপ্রিল ২০১২) স্ট্যান্ডার্ড চাটার্ড ইংয়া টাইগার জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্রগ্রাম বিভাগীয় অঞ্চলের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফেনীর ভাষা শহীদ সালাম ষ্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় বান্দরবন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়কে ৩৬ রানে পরাজিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করে ফেনী পাইলটের আমিনুল ইসলাম রাকিব ম্যান আব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বান্দরবনকে ৫০ ওভারে ২০৩ রানের টার্গেট দেয় ফেনী। জবাবে ১০ ওভার বাকি থাকতেই ১৬৬ রানে সব কয়টি উইকেট হারায় তারা। ফেনীর অতিরিক্ত জেলা প্রসাশক মোহাম্মদ খালেদ আবদুর রহিম খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরুষ্কার বিতরন করেন। এতে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সস্পাদক আমির হোসেন বাহারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।