জয়নাল হাজারীর বিরুদ্ধে বিটিসিএল’র ৫ মামলা

(৫ এপ্রিল ২০১২)  বিটিসিএল এর বকেয়া টেলিফোন বিলের জন্য ফেনীর বহুল আলোচিত আওয়ামীলীগ নেতা ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর বিরুদ্ধে গতকাল বুধবার ফেনীর সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫টি মামলা দায়ের করেছে বিটিসিএল নোয়াখালী বিভাগীয় প্রকৌশলী টেলিকম মামলাগুলোতে জয়নাল হাজারীর কাছে ৭ লাখ ৭০ হাজার ৯শ ৬৪ টাকা পাওনা রয়েছে বলে দাবী করা হয়েছে। আদালত ও বিটিসিএল সূত্র জানায়, জয়নাল হাজারী তার নিজ নামে ৫টি টেলিফোন ব্যবহার করে ৭ লাখ ৭০ হাজার ৯শ ৬৪ টাকা দীর্ঘদিন বকেয়া রেখে দিয়েছেন। বকেয়া টাকার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ জয়নাল হাজারীকে বার বার নোটিশ দেয়া সত্বেও তিনি টাকা পরিশোধ করেননি। এমতাবস্থায় বিটিসিএল’র পক্ষে নোয়াখালী বিভাগীয় প্রকৌশলী টেলিকম সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এমদাদ উল্যার আদালতে ৪টি এবং কাজী আরাফাত উদ্দিনের আদালতে ১টি মামলা দায়ের করেন। বুধবার বিকালে আদালতের বিচারকগণ পৃথকভাবে জয়নাল হাজারীকে আগামী ৬ জুন আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছেন। এ ব্যপারে জয়নাল হাজারীর বক্তব্য জানা যায়নি। তবে তার আইনজীবী এডভোকেট শাহজাহান সাজু জানিয়েছেন, বিটিসিএল’র পক্ষ থেকে দেয়া কোন নোটিশ তিনি পাননি। জয়নাল হাজারীকে হয়রানি করার উদ্দেশ্যে এ মামলা দেয়া হয়েছে বলে তিনি দাবী করেন। বকেয়া বিল পরিশোধ করা হলে ওই মামলা প্রত্যাহারের বিধান রয়েছে বলে তিনি জানান।