বাংলাদেশ সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির ফেনী জেলা অফিস উদ্বোধন

(৭ এপ্রিল ২০১২) বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ফেনী জেলা অফিস উদ্বোধন ও এক মতবিনিময় সভা ফেনী জেলা পরিষদ ভবনে ড. সেলিম আল দীন মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়। ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহাম্মদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সংগঠনের সভাপতি জিন্নাতুন নাহার কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার, কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল আাউয়াল তালুকদার, অধুনালুপ্ত কমিটির সাভাপতি নুরুল আফসার, কেন্দ্রীয় কমিটির মহা সম্পাদক ছালেহা আক্তার। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধুনালুপ্ত কমিটির সাধারণ সম্পাদক বিএম আসাদ উল্যাহ, ওয়াহিদুজ্জামান মিয়া প্রমুখ।