জমে উঠেছে আতর টুপির বাজার

( ১৩ আগষ্ট ২০১১) পবিত্র রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে আতর, টুপি, সুরমা, রুমাল, তসবিহ ও জায়নামাজের বাজার। একই সঙ্গে কিছু দোকানে বিক্রি হচ্ছে কুরআন শরীফের বাংলা তরজুমা, তাফসীর, হাদিস ও নামায শিক্ষাসহ বিভিন্ন ইসলামী সাহিত্যের বই। ফেনীর বড় মসজিদের গলি, তমিজিয়া মার্কেট, ইসলমিক ফাউন্ডেশন অফিসের বারান্দায়, তমিজিয়া মার্কেট এর সামনে ও আলিয়া মাদরাসা মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড়। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বড় মসজিদগুলোর সামনে অস্থায়ী দোকানে বিক্রি হচ্ছে এসব পণ্য। রোজা ও ঈদ থাকায় এসব পণ্যের দাম আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানালেন ব্যাবসায়ী ও ক্রেতারা। সৌদি আরবের ব্যব কম্পাণীর আতর সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে জানান তমিজিয়া মার্কেট’র ব্যবসায়ী নুরুল ইসলাম। তবে এ আতরের প্রতি আউন্স ৩ হাজার টাকা হওয়ায় এর ক্রেতা কম বলে জানালেন এই ব্যবসায়ী। পাকিস্তানি আতর বেরো প্রতি সিসি ২০০ টাকা, বোম্বাই ২৫০-৩০০ টাকা, বিদেশী টুপি ১০০-৫০০ টাকা। তবে জিন্নাহ টুপির দাম বেশি। প্রতিটির দাম ২ হাজার থেকে ৫ হাজার টাকা। জায়নামাজের দাম বেড়েছে ৫০- ১০০ টাকা। আর এসব জায়নামাজের দাম নির্ধারণ করা হয়েছে ডিজাইন ও কাপড়ের উপর ভিত্তি করে। ডিজাইন ও মান অনুযায়ী রুমাল বিক্রি হচ্ছে ১৫০-৩০০ টাকায়। সৌদি রুমাল ১৫০-৬০০, ভারতীয় রুমাল ১৫০-৬০০ টাকা, বাংলাদেশী রুমাল ২০০-৩০০ টাকা। এছাড়া কিছু দোকানে হাজীদের এহরামের কাপড় ও বিক্রি হচ্ছে ৪০০-৭০০ টাকায়।