ফেনী বিএনপিকে উড়ো চিঠি নিয়ে তোলপাড়

(১৪ আগষ্ট ২০১১) ফেনী বিএনপি অফিসে আসা একটি উড়ো চিঠি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বুধবার পোষ্টকার্ডে লেখা একটি চিঠি ফেনী বিএনপির অফিস ঠিকানায় আসে। চিঠিটি জেলা বিএনপির সভাপতিকে লেখা। চিঠিতে নারী নেত্রীত্ব, তারেক জিয়ার অর্থ কেলেংকারী ও ইসলামের নামে রাজনীতির সমালোচনা করা হয়। পোষ্টকার্ডের উপর খুলনা প্রধান ডাকঘরের সিল রয়েছে। পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল চিঠিটি গ্রহণ করেন। উড়ো চিঠিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সমালোচনা করা হয়। চিঠিতে বলা হয় বেগম জিয়াকে দলের নেত্রী বা চেয়ারপার্সন বানানোটা ঠিক হয়নি, ইসলামী নয়। চিঠিতে তারেক জিয়ার ২১ হাজার কোটি টাকার প্রসঙ্গ তোলা হয়। প্রশ্ন করা হয় এ টাকা এখন কোথায় ? জেলা কমিটির সভাপতিকে ইসলামের নামে মোনাফেকী না করার আহবান করা হয়। জেলা বিএনপি সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার ও পৌর বিএনপি সভাপতি আলাল উদ্দিন জানান, এ ব্যপারে কেন্দী্রয় নেতাদের অবহিত করা হয়েছে। বিএনপি নেতারা চিঠিটি চরমপন্থীদের বলে দাবী করেছেন।