বিএনপির ও জামায়াতের ডাকে রবিবার ফেনীতে হরতাল পালিত

(৫ জুন ২০১১): বিএনপির ও জামায়াতের ডাকে সারাদেশের মতো রবিবার ফেনীতে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। হরতাল কারণে সকাল থেকে শহরের দোকানপাট,শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। কিছু রিক্সা ছাড়া শহরে কোন যানবাহন চলাচল করেনি। যানবাহন না চলায় জেলার সাথে সকল উপজেলার যোগাযোগ বন্ধ ছিল। ঢাকা চট্রগ্রাম মহাসড়কে কয়েকটি ট্রাক ছাড়া যাত্রীবাহী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরের বিভিন্ন পয়েন্টে র‌্যাব ও পুলিশ টহল ছিল লক্ষণীয়। তবে জেলার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। হরতালের পক্ষে বিএনপি জামায়াত ও বিপক্ষে সরকার দলীয় কোন কর্মসূচী লক্ষ করা যায়নী।