ফেনীতে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

(২৯ মে ২০১১)হাসপাতালে প্রসব করান, মা ও শিশুর জীবন বাঁচান প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শনিবার ফেনীতে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে জেলা সিভিল সার্ভিস অফিসে। ডা. এএনএম আনোয়রুল ইসলাম সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে ও ডা. আনোয়ার হোসেনের পরিালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ বিষয়ক পরিচালক ডা. মোহাম্মদ আবু তাহের, স্বাগত বক্তব্য রাখেন, ফেনী সদর হাসপাতাল এর গাইনি ও অবস কনসলট্যান্ট ডা. মলয় কান্তি জক্রবর্তী ও ফেনীর জুনিয়র শিক্ষা কর্মকর্তা ডা. সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী ছাড়াও এনজিও কর্মকর্তা ও বিপুল সংখ্যক সাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক বর্ণঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।