ফেনীতে তিন দিনের আঞ্চলিক আবৃত্তি উৎসব শুরু

(২৭ মে ২০১১): “এসেছি বাঙালী রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে,আমি যে এসেছি ৭১ এর মুক্তিযুদ্ধ থেকে”শীর্ষক বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী আঞ্চলিক আবৃত্তি উৎসব ২৭ মে শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হয়েছে। জাতীয় পতাকা,আবৃত্তি সমন্বয় পরিষদের পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি গোলাম কুদ্দুস।
সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য কাজী মাহতাব সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোঃ আব্দুল কুদ্দুস খান। বিশেষ অতিথি ছিলেন সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক আজহারুল হক আজাদ,অনুষ্ঠান সম্পাদক রেজিনাওয়ালী লীনা, পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি সমরজিৎ দাশ টুটুল, সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য আলমগীর হোসেন বিদ্যুত। সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক রাশেদ মাযহার। উৎসবে ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর ও কুমিল্লার ১৪টি আবৃত্তি সংগঠন অংশ নিয়েছে।
উৎসবের প্রথম দিন শুক্রবার আবৃত্তি পরিবেশন করে ফেনীর আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, কন্ঠশিল্প বাংলা কুমিল্লা, কবিতাঙ্গন মতলব, চাঁদপুর, আবৃত্তি সংসদ ফেনী, আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রের আবৃত্তি বিভাগ ও অণুরণণ আবৃত্তি চর্চা কেন্দ্র। শনিবার আবৃত্তি পরিবেশন করবে অরনী কুমিল্লা, আবৃত্তি একাডেমী নোয়াখালী, মৃত্তিকা, কুমিল্লা, আবৃত্তি সংসদ কুমিল্লা, শ্র“তি আবৃত্তি অঙ্গন, পূবালী সাংস্কৃতিক কেন্দ্র।