লতিফ টাওয়ারে সন্ত্রাসী হামলা ও ভাংচুর

ফেনী শহরের লতিফ টাওয়ার এসি মার্কেটের সিটি ম্যাক্স ডিপার্টমেন্টাল স্টোরে সোমবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে পূর্ব ঘটনার জের ধরে ৩০/৪০ জন যুবক অতর্কিত সিটি ম্যাক্স ও ফিজা হাট দোকানে হামলা শুরু করে। সন্ত্রাসীরা ফিজা হাটের ডেকোরেশন কাঁচ ভাংচুর করে মালামাল তছনছ করে ক্যাশ বাক্স লুট করে। একই সময় সন্ত্রাসীরা সিটি ম্যাক্স ডিপার্টমেন্টাল স্টোরে ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে প্রবেশ করে ও সকল ডেকোরেশন কাঁচ ভেঙ্গে ফেলে। সন্ত্রাসীরা দোকানের মালামাল তছনছ করে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ অর্থসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে ফেনী থানা পুলিশ লতিফ টাওয়ারের ১১ তলা থেকে দুইজনকে গ্রেফতার করে। ক্ষতিগ্রস্ত জানিয়েছে, ইউনিপেটুইউ নামক মাল্টিলেভেল কোম্পানীর আজগবী লেনদেনের কারণে লতিফ টাওয়ারের মালিক আবদুল লতিফ গত ৩ মাস আগে তাদেরকে ঘর ছেড়ে দেয়ার উকিল নোটিশ প্রদান করেন। এতে ইউনিপেটুইউ’র কর্তৃপক্ষ লতিফ টাওয়ারের উপর ক্ষুব্ধ ছিল। সোমবার সকালে ওই ইউনিপেটুইউ’র এক কর্মকর্তার জনি মটর সাইকেল রাখাকে কেন্দ্র করে ওমর ফারুকের সাথে কথা কাটাকাটি ও দস্তাদস্তি হয়। জনি হাসপাতালে গেলে লতিফ টাওয়ারের মালিক পক্ষ থেকে যোগাযোগ করে সন্ধ্যায় এ ব্যাপারে বৈঠক করে সমাধা করা সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় বিনা মেঘে বজ্রপাতের মত লুটপাটের উদ্দেশ্যে ৩০/৪০ জন যুবক অতর্কিত হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুরের তান্ডবলীলা চালায়।