ফেনীর সোনাগাজী উপজেলার গোয়ালিয়া গ্রামে শুক্রবার রাতে সংঘবদ্ধ দূবৃত্ত দল
কামরুল(২৫) নামের ড্রাইভারকে হত্যার পর পিকআপ ভ্যান ছিনতাই করে পালিয়েছে।
ড্রাইবার কামরুল লক্ষ্মীপুর সদর থানার সাবের চর গ্রামের আবদুল মুনাফের
ছেলে। সে ফেনীর তাকিয়া রোডে থেকে পিকআপ চালাতো।
পুলিশ জানায়, শুক্রবার রাতে পুকুরের মাছ ফেনী আড়তে বিক্রির কথা বলে কয়েক
যুবক ফেনী-ন-১১৬ গাড়িটি ভাড়া করে। রাত ৩টার দিকে কামরুলকে নিয়ে যুবকরা মাছ
ধরতে যায়। সকালে গোয়ালিয়া গ্রামের মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গলায় রশি পেচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সোনাগাজী থানার
ওসি নিজাম উদ্দিন জানান। লাশ উদ্ধার করে পুলিশ ফেনী মর্গে পাঠিয়েছে। পিকআপ
উদ্ধার হয়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।