জেএসসি ও জেডিসি পরীক্ষা আজ(০৪ নভেম্বর ২০১০) শুরু ফেনীতে ২৩ কেন্দ্রে পরীক্ষার্থী ২০ হাজার
এসএসসি আদলে দেশে প্রথম বারের মতো অষ্টম শ্রেণীর লেখাপড়া শেষ করা শিক্ষার্থীদের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার শুরু হবে। একই সঙ্গে মাদ্রাসার অষ্টম শ্রেণী স্তরের শিক্ষার্থীদের জন্য জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফেনী জেলায় এই দুই পরীক্ষায় পরীক্ষার্থী হচ্ছে ১৯হাজার ২শ ৯২জন। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থী হচ্ছে ১৪হাজার ৭শত ৭০জন এবং জেডিসি পরীক্ষার্থী ৪হাজার ৫শ ২২জন। ফেনী জেলার মোট ২৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলার ৭টি কেন্দ্রে ৫হাজার ৭শ ৫৮জন পরীক্ষার্থী। দাগনভূঞায় ২টি কেন্দ্রে পরীক্ষার্থী ২হাজার ৬শ ৬৭জন। সোনাগাজী ৩টি কেন্দ্রে ২হাজার ২শ ৭০জন পরীক্ষার্থী, ছাগলনাইয়ার ৩টি কেন্দ্রে ১হাজার ৯শ ৫৮ জন পরীক্ষার্থী, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী ১হাজার ৩শ ৭১জন। পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭শ ৬৬জন পরীক্ষার্থী। প্রত্যক উপজেলায় জেডিসি পরীক্ষার জন্য একটি করে পরীক্ষা কেন্দ্র রয়েছে। জেডিসি পরীক্ষার ফেনী সদরে একমাত্র কেন্দ্র ফেনী আলীয়া মাদ্রাসা। এই কেন্দ্রে ১হাজার ২শ ৬৫জন পরীক্ষার্থী। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৮শ ৯০জন, ছাগলানাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে ৮শ ৮৫জন পরীক্ষার্থী, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে ৪শ ৫৭জন পরীক্ষার্থী, দাগনভূঞা আজিজিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার কেন্দ্রে ৮শ ৬৪জন, ফুলগাজী মুন্সীর হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কেন্দ্রে ১শ ৬১জন পরীক্ষার্থী। আগামী ১৪নভেম্বর পরীক্ষা শেষ হবে এবং ৩১ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশিত হবে গ্রেডিং পদ্ধতিতে। এ পরীক্ষার কারণে ৮ম শ্রেণীতে প্রচলিত বৃত্তি পরীক্ষা ও বার্ষিক পরীক্ষা আর থাকছে না। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। এই পরীক্ষায় অনুত্তীর্ণরা আগামী শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে না। শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহনের লক্ষ্যে পরীক্ষার্থী ছাড়া ১০০গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে জেলা প্রশাসন থেকেও কেন্দ্রের সীমানায় লাল পতাকা উত্তোলন করা ও ১৪৪ ধারার আদেশ জারী থাকবে।
Labels:
সব সংবাদ