ফেনীতে জটিল কঠিন বিভিন্ন রোগ ও যৌন চিকিৎসার নামে ব্যাঙের ছাতার মতো শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠা হারবাল চিকিৎসার নামে রোগীদের সাথে অহরহ প্রতারণা চলছে।
গত সোমবার দৈনিক ফেনীর সময়ে তথ্য বহুল সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খানের নজরে পড়ে। তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শহরের মহিপালে এক ভূয়া ডাক্তারকে আটক করে জরিমানা আদায় ও একটি হারবাল চিকিৎসা কেন্দ্র সিলগালা করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওরিশ, অশ্ব-ভগন্দর চিকিৎসার নামে শরাফত আলী নামে কথিত ডাক্তার রোগীদের সাথে প্রতারণা করে আসছে। গতকাল ভ্রাম্যমাণ আদালতের অভিযান টের পেয়ে ওই ‘ডাক্তার’ প্রথমে গা-ঢাকা দিলেও পরে আশপাশের দোকানদারেরা তাকে এনে আদালতের সামনে হাজির করে। এছাড়া তার পাশ্ববর্তী কলিকাতা হারবাল নামের প্রতিষ্ঠানে কথিত ডাক্তার ও কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায়। গতকাল নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাম্মী আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃত ভূয়া ডাক্তারকে নগদ ১হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয় এবং কলিকাতা হারবাল চিকিৎসা কেন্দ্র সিলগালা করে দেয়।
সুত্র : ফেনীর সময়