গতকাল মঙ্গলবার দুপুরে ফেনীর সোনাগাজীতে এতিমখানার চাল কালোবাজারে বিক্রির সময় স্থানীয় জনতা ৪০ বস্তা চাল সহ উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বাহার উদ্দিন খন্দকারকে আটক করেছে। খবর পেয়ে পুলিশ আসার আগেই ওই নেতা পালিয়ে যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাড়াইতকান্দি এতিম খানার জন্য সরকারীভাবে ২টন (৪০ বস্তা) চাউল বরাদ্দ দেওয়া হয়। ওই মাদ্রাসার সভাপতি আওয়ামীলীগ নেতা বাহার গতকাল খাদ্য গুদাম থেকে চালগুলো উত্তোলন করে বাজারের গুলু মিয়ার দোকানে বিক্রি করছিল। এসময় আশপাশের লোকজন টের পেয়ে তাকে আটক করে। থানা সূত্রে জানা গেছে, মামলার প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী অফিসার জহির রায়হান সাংবাদিকদের জানান, সরকারী সাহায্যের ওই চাল বিক্রি করা বে-আইনী। এজন্য সংশি ষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সুত্র: ফেনীর সময়