নির্বাচনী পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ও অসামঞ্জস্য প্রশ্ন ॥ ফেনী পাইলটে ৮০ জনে ৬৫ জন হিসাববিজ্ঞানে ফেল

 এবারের নির্বাচর্নী পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের কারনে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ৮০ শিক্ষার্থীর ৬৫ জন হিসাববিজ্ঞান বিষয়ে ফেল করেছে। ছাত্র, শিক্ষক,অভিভাবক সূত্রে জানাযায়, এবছর এমনিতে নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তার উপর প্রশ্নপত্রে ভুলের কারণে খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদের। গত ৬ অক্টোবর ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। হিসাববিজ্ঞানের প্রশ্নে সিলেবাস ও পাঠ্যবই বর্হিভুত করা হয়। প্রশ্নপত্রে ভুল সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে জানালে তিনি বিষয়টি কানেই তুলেননি। অথচ এখনো প্রাক নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট শিক্ষকের খামখেয়ালীর কারণে ৬২ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফেল করেছে। এতে ছাত্র ও অভিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফেনী সরকারী পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিনা খানম জানান, ভুলের বিষয়টি আমরা পরে জেনেছি। তবে ফেল করা ছাত্রদের বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে দেখছি।