দৈনিক ফেনীর সময় সাধারণ জ্ঞান প্রতিযোগীতার পুরস্কার প্রদান ৩০অক্টোবর

দৈনিক ফেনীর সময় আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতার পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী ৩০অক্টোবর শনিবার বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোঃ ইমাম হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর হোসেন ভূঁইয়া, সাপ্তাহিক ফেনী বার্তা সম্পাদক মীর হোসেন মীরু, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি জামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবদুল রকিব কাজমী। প্রতিযোগীতায় ফেনীর বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে অংশগ্রহনকারী সেরা ১০০জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হবে।