আবারো অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে

বাংলাদেশের কাছে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে সহজেই আত্মসমর্পণ করল নিউজিল্যান্ড। হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। তখনো হাতে ছিল ৬০ বল।

প্রথমে ব্যট করে রস টেলরের হার না মানা অর্ধ-শতকের সুবাদে নিউজিল্যান্ড করে ১৭৩। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি তারা। খেলেছে মাত্র ৪২ ওভার ৫ বল।

টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে এটি বাংলাদেশের পরপর দ্বিতীয় জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর দুই খেলায় জিতেছিল বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস (৭৩) ও ইমরুল কায়েসের (৫০) ১২৭ রানের জুটি দলকে জয়ের ভিত গড়ে দেয়। এরপর রকিবুল হাসান (১৮) ও অধিনায়ক সাকিব আল হাসান (১৩) নিরাপদেই দলকে পৌঁছে দেন জয়ের কাক্সিক্ষত ঠিকানায়। অপরাজিত থাকেন দু'জনই। 


এ জয়ের ফলে পাঁচ ম্যাচ একদিনের সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজ ড্র নিশ্চিত। এখন শুধু সিরিজ জয়ের অপেক্ষা।