ফেনীতে শনিবার বিকালে শহীদ মিনারে উদীচি শিল্পী গোষ্ঠী ফেনী শাখার সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত
সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। ফেনী জেলা উদীচির সভাপতি
সঞ্জীব দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উদীচির সাধারণ
সম্পাদক হাবিবুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক সেলিম
শামসুল হুদা চৌধুরী, কেন্দ্রীয় উদীচিরসহ সাধারণ সম্পাদক প্রবীর সিকদার,
ফেনী সিপিবির সাধারণ সম্পাদক মহিবুল হক চৌধুরী রাসেল, অনুরণন আবৃত্তি চর্চা
কেন্দ্রীয় সমন্বয়ক এড. ফয়েজুল হক মিল্কি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের
আহবায়ক এড. জাহিদ হোসেন খসরু।
সভায় বক্তারা বলেন-শোষকের তাবেদার যুদ্ধাপরাধী তাদের শাস্তি আজ জনতার দাবী।
বাংলাদেশ আজ লুটেরাদের হাতে। রাজনীতির নামে চলছে ভন্ডামী। বর্তমান সরকার
নিজেদের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে দাবী করেন তাহলে সঠিক পথে
হাটেন। না হলে এদেশের আপামর জনতা এর দাঁতভাঙ্গা জবাব দেবে। ঘাতকদের বিচার
প্রশ্নে আপোষ নেই। দেশে একদিকে ঘাতক অপরদিকে শোষক। আমাদের লড়াইয়ের জন্য
প্রস্তুতি নিতে হবে। শেষে উদীচি শিল্পী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায়
সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।