ফেনীর ছাগলনাইয়া উপজেলায় চালককে খুন করে সিএনজি একটি অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার ফেনী-ছাগলনাইয়া সড়কে চৌধুরী রাস্তার মাথা থেকে মো. ইব্রাহীম (৩০) নামের ওই চালকের লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি উপজেলার কৈয়ারা গ্রামের আবু আহাম্মদের ছেলে।
ছাগলনাইয়া
সিএনজি অটোস্ট্যান্ডের চালকদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় ৪/৫ জন
যাত্রীবেশী ছিনতাইকারী ছাগলনাইয়া সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে তার
গাড়িতে ওঠে।
পরে গলা, পিঠ, পেটসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত
করে তাকে ফেনী- ছাগলনাইয়া সড়কের বাশপাড়া চৌধুরী রাস্তার মাথায় ফেলে গাড়ি
নিয়ে পালিয়ে যায়।
রাত সাড়ে ৯টার দিকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার জানান তিনি মৃত।
ছাগলনাইয়া থানার ওসি মে. শাহজাহান মিয়া জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।