অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে

বাংলাদেশ ৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। দুবছর আগে এই মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশের বেঁধে দেয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নামে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ১৫ ওভারে ৮৫ রান তোলার পর বৃষ্টি নামে। খেলা বন্ধ থাকে ৫৫ মিনিট। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডের লক্ষ্য পুনঃনির্ধারণ করা হয় ৩৭ ওভারে ২১০। আট উইকেটে ২০০ রান তুলতেই থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

এই খেলায় জেতায় পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে গেল।

এটি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ২০০৮ সালের ৯ অক্টোবর এই মাঠেই নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।