ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মুহুরীগঞ্জ নামক স্থানে শুক্রবার দুপুরে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় অপর একটি যাত্রীবাহী ট্যাক্সি সড়কের বাইরে পড়ে সম্পূর্ণ দুমড়ে মুছড়ে যায়। এতে একজন নিহত ও ৪ জন আহত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ার হাট থেকে ফেনী আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মুহুরীগঞ্জ নামক স্থানে একটি যাত্রীবাহী ট্যাক্সিকে অপর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে চালকসহ ট্যাক্সিতে থাকা ৫ জন আহত হয়। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে বিকাশ চন্দ্র দাস (৪০) মারা যায়। সে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পরাগলপুর গ্রামের মৃত কিরণ চন্দ্র দাসের ছেলে। ট্যাক্সি চালক জসিম উদ্দিনকে (৩০) প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্যদেরকে বিভিন্ন হাসপাতাললে ভর্তি করা হয়েছে। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন সড়ক দূর্ঘটনায় একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।