ফেনীর রাজনগরে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৫৫তম এসএমই-কৃষি শাখার উদ্বোধন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ৫৫ তম শাখা ও ২৬ তম এটিএম বুথ ফেনীর ধলিয়া ইউনিয়নের রাজনগরে সোমবার  উদ্বোধন হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আবদুল জলিল এমপি প্রধান অতিথি হিসেবে এ10 শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন ফেনীর জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান, ব্যাংক এর ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, পরিচালক  সাহিদ রেজা শিমুল, মোঃ নাসির উদ্দিন চৌধুরী, ফেনী পল্লী বিদ্যুত সমিতির মহাব্যবস্থাপক সেলিম ভূঞা, ফেনী চেম্বার সভাপতি জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ।
আবদুল জলিল এমপি বলেন, দেশে কৃষিখাতে উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সহায়তা প্রদানের উদ্দেশ্যে মার্কেন্টাইল ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ক্রমান্বয়ে আরো এসএমই-কৃষি শাখা খোলা হবে।