(১৮ এপ্রিল ২০১৩) ফেনীর সোনাগাজীতে ঘূর্নিঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন অন্তত ২০ জন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘূর্ণিঝড়ে উপজেলার উপকূলীয় এলাকা চরচান্দিয়া ও চরদরবেশ ইউনিয়ন এলাকা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
স্থানীয় চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান সামসুদ্দিন খোকন বাংলানিউজকে জানান, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এতে মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে দ্বিগ্বিদিক ছুটোছুটি শুরু করে ।
এ সময় কমপক্ষে ২০ নারী-পুরুষ আহত হয়।
ঝড়ে গাছের ডালপালা ভেঙে বসত ঘর সহ প্রায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জমান বকাঊর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
-->