ফেনীতে এইচএসসি পরীক্ষায় ১৭ টি কেন্দ্রে পরীক্ষার্থী ১১৩৫৬ জন
(১ এপ্রিল ২০১৩) ফেনী জেলার ৬ টি উপজেলায় সারাদেশের ন্যায় একযোগে শুরু হয়েছে এইচএসসি আলিমসহ সমমানের পরীক্ষা। ফেনীতে বিভিন্ন উপজেলার ১৭ টি কেন্দ্রে পরীক্ষার্থী ১১৩৫৬ জন পরীক্ষার্থী। এইচএসসিতে ফেনী সরকারী কলেজ কেন্দ্রে ২৪০৭ জন, সরকারী জিয়া মহিলা কলেজ কেন্দ্রে ৭৫৭ জন, জয়নাল হাজারী কলেজে ৬৩১ জন, ফেনী গালর্স ক্যাডেট কলেজে ৪৬ জন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ভোকেশনাল ২৭৬ জন, দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজে ১১৭৭ জন, ছাগলনাইয়া সরকারী কলেজে ১৬০৭ জন, পরশুরাম সরকারী কলেজে ৫৫৫ জন, ফুলগাজী সরকারী কলেজে ৬৪৯ জন, ফুলগাজী হাজী মনির আহম্মদ কলেজে ৪৭৫ জন, সোনাগাজী সরকারী কলেজে ৭৪৬ জন, বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজে ২৩৭ জন।
এছাড়া আলীমে ফেনী আলীয়া মাদ্রাসায় ৬৮৮ জন, পরশুরাম ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় ১৮৪ জন, ছাগলনাইয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় ৩৪৮ জন, সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় ২৫৭ জন, দাগনভূঞা আজিজিয়া আলমি মাদ্রাসায় ২১০ জন পরীক্ষার্থী।
প্রথম দিনের পরীক্ষা কোন ঝামেলা ছাড়া শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।
Labels:
সব সংবাদ