(০৩ ফেব্রুয়ারী ২০১৩) জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতাল শুরুর আগেই ঢাকা চট্রগ্রাম রেলপথে ব্যারিকেড দিয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে হরতাল সমর্থনকারীরা।
রেলওয়ে সূত্র জানায় ভোর ৫টার দিকে ফেনীর রাস্তার খিল এলাকায় রেলপথের উপর বালর বস্তা ও স্লিপার ফেলে ব্যারিকেড দেয়া হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তর্ণা নিশিথা একসপ্রেস ও ঢাকা মেইল আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে পুলিশ ব্যারিকেড অপসারণের পর সকাল ৮টার দিকে রেল যোগাযোগ শুরু হয়।
সকাল সাড়ে ৭টার দিকে শহরের শান্তি কোম্পানি রোড় এলাকাসহ বিভিন্ন রাস্তায় চোরা গুপ্তা ভাবে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেয় হরতাল সমর্থনকারীরা।
ঢাকা চট্রগ্রাম মহাসড়ক ও শহরের সড়কগুলোতে কোন যান বাহন চলাচল না করলেও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে ব্যাপক তৎপরতা।
-->