উদ্বোধনের অপেক্ষায় ২৫০ শয্যার ফেনী সদর হাসপাতালের নতুন ভবন

(২৯ নভেম্বর ২০১২) ফেনী আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের অপেক্ষায় আছে। নির্মাণ কাজ প্রায় শেষ হলেও অজ্ঞাত কারণে এটি উদ্বোধন হচ্ছে না। তরে এর মধ্যে বেশ নির্মাণ কাজে নিমণ মানের সামগ্রী ব্যবহার ও বিভিন্ন ত্রম্নটির অভিযোগ পাওয়া গেছে। ২৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতাল উদ্বোধন না হওয়ায় বর্তমানে ১০০ শয্যার পুরাতন ভবনে চিকিৎসা নিতে এসে ব্যাপক ভোগামিত্মর শিকার হতে হচ্ছে রোগীদের। আসন থেকে রোগীর সংখ্যা বেশী হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সচেতন মহল মনে করে এই হাসপাতালের কার্যক্রম চালু হলে ফেনী ও আশপাশের এলাকায় স্বাস্থ্য সেবার মান আরো উন্নত হবে।

সূত্রে জানা যায়, গত ২০০৭ সালের মাঝামাঝি সময়ে শুরম্ন হয় ফেনী আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের কাজ। প্রকল্পের মেয়াদ বেঁধে দেয়া হয়েছিল ২০১২ সাল পর্যমত্ম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এইচ এন পি এস পি প্রকল্পের আওতাধীন ১১ কোটি টাকা ব্যায়ের লক্ষ্যমাত্রা নিয়ে ভবনটির বাসত্মবায়নের কাজ শুরম্ন করে ফেনী গণপূর্ত বিভাগ। চলতি বছরের জুলাই মাস পর্যমত্ম ১০ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকা ব্যায়ে কাজের ৯৫ ভাগ সামাপ্তি হয়। বাকী কাজ সমাপ্ত করতে মন্ত্রণালয়ের কাছে আরো ৬৬ লাখ ৪০ হাজার টাকার বরাদ্ধের দাবী জানানো হয়। বর্তমানে ওই কাজও প্রায় শেষপ্রামেত্ম। নির্মিত ১৫০ শয্যার হাসপাতালের নব ভবনটি পরিদর্শনে দেখা যায় নিচতলায় রাখা হয়েছে বহিঃবিভাগ ও কিচেন রম্নক, ১ম তলায় অপারেশন থিয়েটার ও ক্যান্টিন, ২য় তলায় পুরোটাই ওয়ার্ড বস্নক ও ৩য় তলায় ওয়ার্ড বস্নক সহ কেবিনের ব্যবস্থা রয়েছে। বিগত ২৬ জুলাই জেলা পরিষদ প্রশাসক ২৫০ শয্যার হাসপাতালটির জরম্নরী ভিত্তিতে খুটিনাটি কাজ শেষ করার জন্য সংশিস্নষ্টদের নির্দেশ দেন। এছাড়াও তিনি কম সময়ের মধ্যে এটি উদ্বোধন করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বরাবরে একটি আবেদন পাঠান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আলা উদ্দিন মজুমদার জানান, এ হাসপাতালে ফেনী ছাড়াও পার্শ্ববর্তী রামগড়, মীরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগ থেকে প্রতিদিনই শত শত রোগী আসে। রোগীর পর্যাপ্ত শয্যার অভাবে চিকিৎসা নিতে এসে অনিশ্চাকৃত ভোগামিত্মর শিকার হতে হয় তাদের। এছাড়াও অসংখ্য রোগী নিরম্নপায় হয়ে ফ্লোরে (মেঝেতে) শুয়েই প্রতিনিয়ত চিকিৎসা নিচ্ছে। এছাড়া বহিঃ বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদেরও বিড়ম্বনার শেষ নেই। প্রতিদিন দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয় বহিঃ বিভাগের বিনামূল্যে চিকিৎসার রেজিষ্ট্রেশনের জন্য। আবার ডাক্তারের কক্ষের সামনে দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকতে হয় বহু সময়। সকাল ১০ টায় লাইনে দাড়ালে দুপুরের আগে সিরিয়াল পেতে কষ্ট হয়। যতÿনে সিরিয়াল পায় ততÿনে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়।

এব্যাপারে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি জানান এখনও বেশ কিছু কাজ বাকী রয়েছে। কাজগুলো শেষ করতে প্রয়োজনীয় বরাদ্ধের জন্য সংশিস্নষ্ট কতৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম জানান, ফেনী আধুনিক সদর হাসপাতাল, মহিপাল সংলগ্ন ট্রমা সেন্টার সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। আগামী বছরের শুরম্নতেই প্রধানমন্ত্রী ফেনীতে সফরে আসার সম্ভাবনা রয়েছে।

-->