অসতর্কতার কারনে ফেনীর বিভিন্ন সড়কে দূর্ঘটনা ঘটছে।

(২৬ নভেম্বর ২০১২) ফেনীর বিভিন্ন সড়কে চালকদের অসতর্কতার কারনে দূর্ঘটনা বাড়ছে। কোন প্রশিক্ষন ছাড়াই তারা বিভিন্ন ধরনের যানবাহন পরিচালনা করছে। পৌরসভার বিভিন্ন সড়কের ড্রেনের ঢাকনা ঠিকমত না লাগানোর কারনেও ঘটছে দূর্ঘটনা। ঢাকনার চারপাশের গর্ত থাকায় এতে রিকসা ও ভ্যান গাড়ির চাকা আটকে ঘাড়ি উলটে যাচ্ছে। ফলে শুকনো রাস্তায় বিনা কারনে দূর্ঘটনার ঘটনা ঘটছে। এতে পথচারীরাও আহত হচ্ছে। ফেনী প্রেসক্লাব সংলগ্ন খাজা আহম্মদ সড়কে এ ধরনের চিত্র প্রায় দেখা যায়। স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন, ড্রেনের ঢাকনার চারপাশের গর্তগুলো ভরাট করলে এধরনের দূঘটনা ঘটে না। তবে রাস্তা সংস্কারের কাজ চলার কারনে সাময়িক অসুবিধা হচ্ছে। খুব দ্রুত এটি সংস্কার হবে বলে পৌর কতৃপক্ষ জানান।

-->