(২১ অক্টোবর ২০১২):: ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, বন্ধ ব্যাংক হিসাব সমুহ খুলে দেয়া এবং ৪৫ লক্ষ ডিষ্ট্রিবিউটরের কার্যক্রমের ভবিষৎ নিশ্চিত ও নিরাপদ করার দাবিতে আজ (২১ অক্টোবর) রবিবার সকালে ফেনী প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে পুলিশ লাঠিচার্জ করলে পুলিশের সাথে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে ফেনী প্রেস ক্লাব চত্বরের সড়কে ডেসটিনি গ্রুপের ফেনীর ডিষ্ট্রিবিউটররা মানববন্ধন করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এসময় পুলিশের সাথে ডেসটিনি ডিষ্ট্রিবিউটরদের হাতাহাতি শুরু হয়। পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিলেও পরবর্তিতে ট্রাংক রোড ও এসএসকে রোডে মানববন্ধন শুরু করলে পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। পুলিশের লাঠিচার্জে ফারুক, সেলিম, আনোয়ার, হাবিব ও মানিক আহত হয়। পরে ডেসটিনি ডিষ্ট্রিবিউটররা ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, বন্ধ ব্যাংক হিসাব সমুহ খুলে দেয়া এবং ৪৫ লক্ষ ডিষ্ট্রিবিউটরের কার্যক্রমের ভবিষৎ নিশ্চিত ও নিরাপদ করার দাবিতে ডেসটিনি ডিষ্ট্রিবিউটর ফোরম ফেনী শাখার আহবায়ক মোঃ এজহারুল হক খন্দকার ও সদস্য সচিব মোঃ আবদুল হান্নান স্বাক্ষরিত স্মারক লিপি জেলা প্রশাসক বরাবরে প্রদান করেন নেতৃবৃন্দ।
-->