ফেনী জেলা মহিলা ফুটবল দলকে সংবর্ধনা

(২৫ মে ২০১১)জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ গ্রহণ করে চমক দেখালো ফেনীর মেয়েরা। ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত আঞ্চলিক পর্বের প্রথম খেলায় নরসিংদী জেলা দলকে ২-০ গোলে হারিয়ে তাদের শুভ সূচনা হয়। আর গত সোমবার শক্তিশালী কিশোরগঞ্জ দলকে রুখে দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে রানার আপ হওয়ার আশা নিয়ে ফিরে ফেনী জেলা দল। এই সাফল্যের জন্য গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জেলা মহিলা দলকে সংবর্ধনা দেয়া হয়। ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। আনন্দঘন এই অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র ও ক্রীড়া সংস্থার কোষাধ্য সাইফুর রহমান সাইফু, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সদস্য আবদুল আজিজ চৌধুরী, আজম চৌধুরী, মহিলা দলের কোচ তৌহিদুল ইসলাম তুহিন ও ম্যানেজার নরুল আবসার শাহাজাদা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা মহিলা দলের সদস্যদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান অতিথিবৃন্দ। পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী জাতীয় মহিলা দলে নির্বাচিত ফেনীর ৩ খেলোয়াড়কে ব্যক্তিগত তহবিল থেকে ১৫ হাজার টাকা এবং ক্রীড়া সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ৩টি ফুটবল ও ট্যাগস্যুট প্রদানের ঘোষণা দেন। ফেনী জেলা মহিলা দলের খেলোয়াড়রা হলো ফৌজিয়া আক্তার, রাবেয়া আক্তার, সোদিয়া আক্তার, নাজমা আক্তার, সুলতানা রাজিয়া, লিজা আক্তার, সোনিয়া পারভীন, সালমা আক্তার, জোৎস্না আক্তার, মুসা আক্তার, কুলছুমা আক্তার (১), সেলিনা আক্তার, আয়েশা আক্তার, বিজলী খাতুন, বিপাশা রানী ভৌমিক, পপি রাণী ভৌমিক, কুলছুমা আক্তার (২), সামছুন নাহার, সহিদা আক্তার, আছমা আক্তার। এরা সবাই ফুলগাজী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।