ফেনীতে ১১ স্কুলের শতভাগ পাশ

(১৬ মে ২০১১) এবারের এসএসসি পরীক্ষায় ফেনীর ১৬৭ টি স্কুলের মধ্যে ১১ টি শতভাগ পাশ করার গৌরব অর্জন করেছে। এর মধ্যে ফেনী সদর উপজেলার ৫৪ টি স্কুলের মধ্যে ৫ টি, সোনাগাজী উপজেলার ২০ টি স্কুলের মধ্যে ৩ টি, দাগনভূঞা উপজেলার ২৬ টি স্কুলের মধ্যে ২ টি ও ছাগলনাইয়া উপজেলার ২৯ টি স্কুলের মধ্যে ১ টি স্কুল শতভাগ পাশ করতে সক্ষম হয়েছে। ফেনীর অপর দুটি উপজেলা পরশুরাম ও ফুলগাজীর যথাক্রমে ১৭ টি ও ২১ টি স্কুলের কোন স্কুল শতভাগ সাফল্য অর্জন করতে পারেনি। ফেনী সদর উপজেলার ফেনী গার্লস ক্যাডেট কলেজ ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ জিপিএ ৫ অর্জন করে জেলার শীর্ষে অবস্থান করছে। এছাড়াও ছনুয়া উচ্চ বিদ্যালয়ে ৫৮ জন, ফাজিলপুর ডবিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ে ৫৪ জন, মজিবুল হক উচ্চ বিদ্যালয়ে ৫৮ জন ও শর্শদী উচ্চ বিদ্যালয়ে ৫৮ জন পরিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ পাশ করে। সোনাগাজী উপজেলার চর সাহাভীকারি উচ্চ বিদ্যালয়ে ৩১ জন, আল-হেলাল একাডেমীতে ৯০ জন ও চর ভৈরব হাজী তোফায়েল আহমদ উচ্চ বিদ্যালয়ে ১৫ জন পরীক্ষার্থী শতভাগ সাফল্য অর্জন করে। দাগনভূঞা উপজেলার জাফর ইমাম বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে ২৩ জন ও দাগনভূঞা একাডেমীতে ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ সফলতা অর্জন করে এবং ছাগলনাইয়া উপজেলা জামিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৩০ জন পরীক্ষার্থী সকলে পাশ করে শতভাগ সফলতার রেকর্ড সৃষ্টি করে।
feni ssc examination result. feni school result 2011. ssc result 2011 feni.