ফেনী সরকারী কলেজে ২৩ শিক্ষকের পদশূন্য পাঠদান ব্যহত ॥ প্রশাসন স্থবির

ফেনী সরকারী কলেজে ২৩ পদে দীর্ঘদিন শিক্ষক শূন্য। এতে শিক্ষকরা প্রতিদিন একনাগাড়ে ৯ টা থেকে ২টা পর্যন্ত ক্লাস চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে। এতে পাঠদান ব্যহত হচ্ছে। কর্মচারীর পদশূণ্য থাকায় প্রশাসন স্থবির হয়ে পড়েছে। কলেজ অফিস সূত্র জানায়, বাংলায় ২ জন, ইংরেজীতে ২ জন, অর্থনীতিতে ২ জন, রাষ্ট্রবিজ্ঞানে ২ জন, ইতিহাসে ২ জন, দর্শনে ২জন, সমাজকর্মে ২ জন, হিসাব বিজ্ঞান ২ জন, ব্যবস্থাপনা বিভাগে ১ জন, প্রাণী বিদ্যা ২ জন, প্রদর্শক ২ জন পদশূণ্য রয়েছে। এছাডা গ্রন্থাগরিক ও সহ গ্রন্থাগারিকসহ পর্যাপ্ত কর্মচারী না থাকায় কলেজে কাজে ব্যাঘাত সৃষ্টি হচেছ। একাদশ শ্রেণীর ৯ টি শাখা, ডিগ্রীর ৩ টি শাখায় সীমিত সংখ্যক শিক্ষক দিয়ে পাঠদান চালানো হচ্ছে। অনার্স বিষয়সমূহের প্রতি বিভাগে ৭ জন করে শিক্ষক থাকার কথা থাকলেও একাধিক বিষয়ে ২/৩ শিক্ষক দিয়ে অনার্স কোর্স চালানো হচ্ছে। এছাড়া প্রশাসনিক কাজতো আছেই। কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন চৌধুরী জানান, প্রায় এক’শ বছর আগে প্রতিষ্ঠিত এই কলেজের প্রায় ৯ হাজার ছাত্রের জন্য রয়েছে সীমিত সংখ্যক শিক্ষক। কলেজের মান বৃদ্ধির জন্য আরো পদ সৃষ্টি করা দরকার। সরকারী নিয়ম অনুসারে অনার্স বিষয়সমূহের প্রতি বিভাগে ৭ জন করে শিক্ষক থাকার কথা। সে হিসেবে এ কলেজে আরো ২৩ টি পদ সৃষ্টি করা প্রয়োজন । সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুর রবের চেষ্টার ফলে বিভিন্ন বিভাগে ১৩ টি পদ সৃষ্টি করেন এর মধ্যে অধ্যাপক ২ টি সহকারী অধ্যাপক ৩ টি ও প্রভাষক ৮ টি। বাংলা বিষয়সহ আরো একাধিক বিষয়ে এখনো পর্যন্ত অধ্যাপক পদ সৃষ্টি হয়নি। অনার্সের শিক্ষকরা ডিগ্রী-একাদশ শ্রেণীতেও ক্লাস নিচ্ছেন। ফলে অনার্স শিক্ষার্থীরা তাদের পর্যাপ্ত ক্লাস বঞ্চিত হচ্ছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর উৎপল কান্তি বৈদ্য জানান, শিক্ষকদের ২৩ টি শূন্য পদে নিয়োগ অত্যন্ত জরুরী।