সোনাগাজীতে অচিন পাখি আটক!

ফেনীর সোনাগাজীতে স্থানীয়রা শনিবার বিকেলে একটি অপরিচিত পাখি দেখতে পেয়ে সেটিকে নানা কায়দায় ফাঁদ পেতে আটক করে। ফেনীস্থ সামাজিক বন বিভাগ পাখিটিকে উদ্ধার করে ফেনী নিয়ে এলেও তাকে কোন ভাবেই শনাক্ত করতে পারেনি। ফলে এটি এখন “অচিন পাখি”।

ফেনী সামাজিক বন বিভাগ সূত্র জানায়, শনিবার বিকেলে সোনাগাজীর মুহুরী রেগুলেটরের পাশে চর খোন্দকার নদী ভাঙন এলাকায় স্থানীয়রা একটি সম্পুর্ণ অপরিচিত পাখি দেখতে পায়। তারা নানা কৌশলে ফাঁদ ফেতে পাখিটিকে ধরে খাঁচায় আটক করে। খবর পেয়ে রোববার সকালে ফেনীস্থ সামাজিক বন বিভাগের কর্মীরা সেখানে ছুটে যায় এবং খাঁচাসহ পাখিটি ফেনী নিয়ে আসেন। তারা কম্পিউটারে বিভিন্ন পাখির সাথে এটিকে মিলিয়ে দেখার চেষ্টা ও নানা কায়দায় পাখিটিকে শনাক্ত করতে চেষ্টা করে ব্যর্থ হন।

পাখিটি লেজসহ প্রায় ১০ ইঞ্চি লম্বা হবে। ঠোট এক ইঞ্চি , মাথার ওপরের রং ফিরোজা ও হালকা নীল, চোখ কালো, ডানার ওপরের অংশ গাঢ় ফিঙ্গেল, লেজ ফিরোজা ও গাঢ় নীল, লেজের ভেতরের অংশ অনেকটা সবুজ। অচেনা পাখি আটকের খবর পেয়ে সোনাগাজীর গ্রামে এবং বন বিভাগের অফিসে বহু লোক এক নজর পাখিটিকে দেখার জন্য ভীড় করে। নানা ধরনের খাদ্য দিয়েও পাখিটির মন গলাতে ব্যর্থ হয়েছে বন বিভাগের কর্মীরা। দানা পানি কিছুই খায়নি পাখিটি।
ফেনীস্থ সামাজিক বন বিভাগের কর্মকর্তা মোল্যা রেজাউল করিম জানান, হয়তো কিছু না খেয়ে পাখিটি মারা যেতে পারে। তাই পাখিটি যে স্থানে ধরা হয়েছে সেখানেই ছেড়ে দেয়া হবে।